logo

অভিযোগ সেল

পোস্ট বা ই-মেলে আপনাদের অভিযোগ এই নিম্নলিখিত ঠিকানাগুলিতে পাঠান:

চেয়ারপার্সন/ মেম্বার সেক্রেটারী,

পশ্চিমবঙ্গ মহিলা কমিশন,

জলসম্পদ ভবন,

একাদশ তল,

ব্লক-ডি এফ, সেক্টর- ১,

কোলকাতা – ৭০০০৯১.

ই-মেল অ্যাড্রেস: wbcw.org@gmail.com

বিস্তারিত তথ্যের জন্য
“যোগাযোগ করুন” সেকশনটি দেখুন.

বা এই নম্বরেও যোগাযোগ করতে পারেন: ০৩৩-২৩৩৪-৫৬১০

(সোম থেকে শুক্রঃ সকাল ১০ টা থেকে বিকেল ৫.৩০ টা)

জরুরী

ই-মেলে যখন দরখাস্ত করবেন, আপনার স্বাক্ষরের একটি স্ক্যানড কপি অ্যাটাচ করে দেবেন

জরুরী

যখন দরখাস্ত করবেন এগুলি অবশ্যই লিখে দেবেন:

১. আপনার ও আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন, দুই পক্ষের ঠিকানাই লিখবেন দরখাস্তে

২. দুই পক্ষের  থানা, পোস্ট অফিস (ডাকঘর), জেলা ও পিন কোড অবশ্যই লিখবেন

৩. আপনার সঙ্গে কি কি হয়েছে, সবিস্তারে লিখবেন

৪. জিডি বা এফ আই আর নম্বর (অথবা কোর্টে কোনো কেস চললে তার সম্বন্ধে তথ্যাবলী)

    •  

অনুষ্ঠানসূচী

৮ মে, ২০১৯-এ, পঃবঃ মহিলা কমিশন একটি আলোচনাসভার আয়োজন করে প্রবীণ নাগরিকদের সমস্যা ও সমাধান নিয়ে।

আলোচনাসভাটিতে সভাপতি লীনা গঙ্গোপাধ্যায় ছাড়াও, সভায় প্রধান অতিথি ছিলেন সঙ্ঘমিত্রা ঘোষ, আই এ এস, সচিব, মহিলা ও শিশুকল্যান দপ্তর, পঃবঃ সরকার। এছাড়াও বক্তব্য রাখেন শ্রী অরূপ কুমার কোলে, এ সি পি, বিধাননগর কমিশনারেট।

এছাড়াও সাঁঝবাতির বনলতা পাল, হেল্প এজ ইণ্ডিয়া, ও অন্যান্য এন জি ওর সদস্যরা উপস্থিত ছিলেন।

কিছু বয়স্ক নাগরিক, যাঁরা আমাদের কাছে সাহায্যের আর্তি নিয়ে এসেছিলেন, তাঁদের সাথেও কথা হয়, এবং তাঁরা তাঁদের সমস্যা ও লাঞ্ছনার কথা বলেন, তাঁদের ছেলেমেয়েদের, বা নাতি নাতনীদের হাতে।

আমরা তাঁদের সাথে কথা বলি ও যথাসম্ভব সাহায্যের আশ্বাস দেওয়া হয়। 

সাফল্য কাহিনী

পশ্চিমবঙ্গ মহিলা কমিশন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, যাতে রাজ্যের প্রত্যেক কোণায় থাকা, প্রত্যেকটি মেয়ের কাছে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়, ও তাদের যন্ত্রণা থেকে তাদের মুক্তি দেওয়া যায়।

গত দেড় বছর সময়কাল যাবৎ,  সাম্প্রতিক কমিশন গঠনের পর থেকে, বহু মেয়েই সুবিচার পেয়েছেন, ও ভবিষ্যতেও পাবেন,  পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের কাছ থেকে।

মহিলা সুরক্ষা সংক্রান্ত আইনাবলীঃ

1.     গার্হস্থ্য হিংসা:

ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ৩০৪বি ধারা

গার্হস্থ্য হিংসা থেকে মহিলাদের সুরক্ষা আইন, ২০০৫

2.     বাল্য বিবাহ:

বাল্য বিবাহ প্রতিকার আইন, ২০০৬

3.     নারী পাচার:

ভারতীয় দণ্ডবিধির ৩৬৬ ৭২ ধারা

4.     পণ:

পণ প্রতিকার আইন, ১৯৬১ 


ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারা


ক্রিমিনাল দণ্ডবিধির ১৯৮এ ধারা


গার্হস্থ্য হিংসা থেকে মহিলাদের সুরক্ষা আইন, ২০০৫

5.     ধর্ষণ:

ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ৭৬ ধারা

6.    অ্যাসিড অ্যাট্যাক :

ভারতীয় দণ্ডবিধির ৩২৬ ২৬বি ধারা

7.    গর্ভপাত (মেয়েটির অনিচ্ছাসত্ত্বেও):


বলপূর্বক গর্ভপাত প্রতিকার আইন, ১৯৭১ (মেডিকাল টার্মিনেশন অফ প্রেগ্ন্যান্সি অ্যাক্ট, ১৯৭১)

8.     কন্যাভ্রূণ হত্যা:


প্রাক-গর্ভধারণ ও প্রাক-জন্মকাল নিদান প্রযুক্তি প্রতিকার আইন, ১৯৯৪(প্রি কন্সেপ্শন অ্যান্ড প্রি ন্যাটাল ডায়াগনস্টিক টেকনিকস অ্যাক্ট, ১৯৯৪)

9.     কর্মক্ষেত্রে যৌন হেনস্থা:


ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা

কর্মক্ষেত্রে যৌন হেনস্থা  (প্রতিরোধ, প্রতিকার ও প্রতিবিধান) অ্যাক্ট, ২০১৬

10.  জমির ওপর মেয়েদের অধিকার সংক্রান্ত আইনাবলী:


হিন্দু সাক্সেশন অ্যাক্ট, ২০০৫

মুসলিম পার্সোনাল ল, ১৯৩৭

11.  বিবাহ বিচ্ছেদ ও খোরপোষ:

হিন্দু বিবাহ আইন, ১৯৫৫

মুসলিম বিবাহ আইন, ১৯৫৫

12. শিশুর রক্ষণাবেক্ষণ সংক্রান্তঃ :


অভিভাবক ও শিশু সুরক্ষা আইন, ১৮৯০ (গার্ডিয়ান্স অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট, ১৮৯০)

 

 

 

Jalasampad Bhawan,Ground Floor and 10th Floor,Block – DF, Sector – 1,Salt Lake City,Kolkata – 700091

Top