logo

পশ্চিমবঙ্গ মহিলা কমিশন

দেশের মহিলাদের স্বার্থ সংরক্ষিত করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ১৯৯০ সালে একটি আইন প্রণয়ন করা হয়। সেখানে নারীস্বার্থ ও স্বাধীনতার সব দিকগুলি যাতে বজায় থাকে, সেই মোতাবেক আইন প্রণয়ন করা হয়। এরপর ১৯৯২ সালে দেশের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম মহিলা কমিশন আইন প্রণয়ন করে কমিশন গঠন করে। এই কমিশনের মূল লক্ষ্য, রাজ্যের মহিলাদের স্বার্থ সুরক্ষিত করা।

এই কমিশনে একজন চেয়ারপার্সন ও ভাইস চেয়ারপার্সন থাকেন। এছাড়াও, কমিশনে মোট ন’জন সদস্য থাকেন। এর পাশপাশি থাকেন রাজ্য সরকারের একজন আধিকারিক। যিনি সদস্য সচিব হিসেবে কাজ করে থাকেন। উল্লেখ্য, যে সব ব্যক্তি মহিলাদের স্বার্থরক্ষায় অভিজ্ঞতাসম্পন্ন ও প্রশাসনিক অভিজ্ঞতা আছে, তাঁদেরই এই কমিশনে মনোনীত করা হয়ে থাকে। এই নয় জন সদস্যের মধ্যে একজন তফশিলি জাতি ও একজন জনজাতির সদস্য থাকেন। মূলত, কেন্দ্রীয় মহিলা কমিশনের মতোই একই কাজ করে রাজ্য কমিশনও।

কমিশনের কার্যাবলি

পশ্চিমবঙ্গ মহিলা কমিশন সাধারণত রাজ্য সরকারকে ছয় মাস অন্তর একটি রিপোর্ট জমা দেয়। একই সঙ্গে মহিলা সংক্রান্ত বিবিধ বিষয় নিয়ে সরকারকে সুপারিশও পাঠায় কমিশন। রাজ্য সরকার যত দ্রুত সম্ভব ওই সুপারিশ অনুয়াযী পদক্ষেপ করেন। একই সঙ্গে যে সব সুপারিশ মানা হয়নি, তা কেন হয়নি, তা রাজ্যের আইনসভায় পেশ করে থাকেন।

এর পাশাপাশি, মহিলা সম্পর্কিত কোনও নীতি প্রণয়নের সময়ই কমিশনের সুপারিশ রাজ্য সরকার গ্রহণ করে। এছাড়াও, জাতীয় মহিলা কমিশনের কোনও রিপোর্ট সম্পর্কে রাজ্য সরকার উদ্বিগ্ন থাকলে বা পদক্ষেপ করতে হলে সরকার কমিশনের মতামত ও সুপারিশ গ্রহণ করে।

বর্তমান কমিশনের সদস্য

  • লীনা গঙ্গোপাধ্যায়, চেয়ারপার্সন
  • অর্চনা ঘোষ সরকার
  • সুনীতা সাহা
  • ডাঃ উমা সোরেন
  • অর্পিতা সরকার ঘোষ
  • জয়িতা সিনহা
  • অধ্যাপক মারিয়া ফার্নান্ডেজ
  • অপরাজিতা আঢ্য
  • ডাঃ দীপান্বিতা হাজারি
  • স্রবন্তী বন্দ্যোপাধ্যায়
  • এন ডব্লিউ ভুটিয়া, আইএএস, সদস্য সচিব

 

কমিশনের পূর্বতন চেয়ারপার্সন

  • বেলা দত্তগুপ্ত  (০১।০২।১৯৯৩ থেকে ২০।০৯।২০০১)
  • যশোধরা বাগচী  (২০।১০।২০০১ থেকে ২০।০৪।২০০৮)
  • মালিনী ভট্টাচার্য  (২০।০৪।২০০৮ থেকে ২০।০৫।২০১১)
  • সুনন্দা মুখোপাধ্যায় ( ১৭।০৬।২০১১ থেকে ১৬।০৬।২০১৭)
  • লীনা গঙ্গোপাধ্যায় (১৮।০৭।২০১৭ থেকে বর্তমান)

 

Jalasampad Bhawan,Ground Floor and 10th Floor,Block – DF, Sector – 1,Salt Lake City,Kolkata – 700091

Top